জাপানি নেতাদের সাথে অর্থনৈতিক সহযােগিতা সম্পর্কে আলােচনা করব— বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুধবার সন্ধ্যায় ৭ দিনের সফরে জাপান রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সহকর্মীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ বিমানে আরােহণ করার আগে ঢাকা বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে বঙ্গবন্ধু বলেন যে, তিনি সাড়ে সাত কোটি বাঙালির শুভেচ্ছা নিয়ে জাপান যাচ্ছেন এবং বাঙালিদের জন্যে জাপানি জনগণের শুভেচ্ছা নিয়ে আসবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন যে, তিনি জাপানি নেতৃবৃন্দের সাথে অর্থনৈতিক সহযােগিতাসহ সব বিষয় নিয়ে আলাপ-আলােচনা করবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আন্তরিক বিদায় জানানাে হয়। জাতীয় সংসদের স্পিকার জনাব মােহাম্মদ উল্লাহ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা ও কর্মীবৃন্দ, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মচারীবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, মুখ্য সচিব জনাব রুহুল কুদুস, পররাষ্ট্র সচিব জনাব এনায়েত করিম, প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. নুরুল ইসলাম, দৈনিক পূর্বদেশ সম্পাদক জনাব এহতেশাম হায়দার চৌধুরী ও দৈনিক ইত্তেফাক সম্পাদক জনাব আনােয়ার হােসেন মঞ্জু, বাংলাদেশ সংবাদ সংস্থার জেনারেল ম্যানেজার জাওয়াদুল করিম, এনার প্রধান সম্পাদক জনাব গােলাম রসুল এবং প্রধানমন্ত্রীর স্টাফও জাপান গেছেন। জাপান সফরকালে বঙ্গবন্ধু স্রাট হিরােহিতাের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ছাড়া জাপানি প্রধানমন্ত্রী মি. তানাকার সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলােচনা করবেন। টোকিও যাবার পথে প্রধানমন্ত্রীর বিমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ঘণ্টার জন্যে থামবে। আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।৫৫
রেফারেন্স: ১৭ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ