জাপান-বাংলাদেশ সমিতির ভােজসভায় বঙ্গবন্ধু
জাপান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জাপান যে সাহায্য সহানুভূতি দিয়েছিল তা ছিল বাঙালিদের শক্তির উৎস। তাদের দেয়া সাহায্য সহযােগিতা বাংলাদেশ সৃষ্টিতে বিরাট ভূমিকা পালন করেছে। ৭ দিনের জাপান সফরে এলে তার সম্মানে আয়ােজিত বাংলাদেশ- জাপান মৈত্রী সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জাপান যে সব মহান কার্যক্রম গ্রহণ করেছে তাতে দুদেশের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টিতে সহায়ক হয়েছে। বঙ্গবন্ধু জাপানসহ অন্যান্য উন্নত দেশগুলাে বাংলাদেশের উন্নয়নে যে আগ্রহ দেখিয়েছেন তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূর্বাহ্নে বঙ্গবন্ধু বাংলাদেশের ছাত্রদের জন্য জাপানের বিভিন্ন স্কুলের ছােট ছােট ছেলে-মেয়েদের সংগৃহীত দুই ট্রাক ভর্তি স্টেশনারী দ্রব্যাদি গ্রহণ করেন। তিনি বাংলাদেশ দূতাবাসে আগত ছােট ছােট জাপানি ছেলে-মেয়েদের ধন্যবাদ দেন এবং বাংলাদেশে ছাত্রদের এই সাহায্য দেয়ায় তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।৫৭
রেফারেন্স: ১৮ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ