You dont have javascript enabled! Please enable it!

গণঐক্যজোট গঠিত, আজ সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি ও কমিউনিস্ট পার্টি একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়ে গণঐক্যজোট গঠন করেছেন। সন্ধ্যায় ৩ দলের নেতারা গণভবনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং বঙ্গবন্ধুর ৩টি দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্যজোটের ঘােষণাপত্র ও কাঠামাে চূড়ান্ত অনুমােদন করেন। গত সন্ধ্যার সভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন: আওয়ামী লীগের জনাব কোরবান আলী, গাজী গােলাম মােস্তফা, জনাব আবদুর রাজ্জাক, জনাব আনােয়ার হােসেন চৌধুরী, জনাব মােস্তফা সারােয়ার, জনাব আব্দুস সাত্তার ও জনাব আবদুল হক, শেখ ফজলুল হক মণি, ন্যাপের অধ্যাপক মােজাফফর আহমদ, শ্ৰী পংকজ ভট্টাচার্য, জনাব মাজহারুল ইসলাম, জনাব আবদুস সামাদ, মিসেস মতিয়া চৌধুরী এবং কমিউনিস্ট পার্টির কমরেড মণি সিং, কমরেড সালাম ও কমরেড ফরহাদ। আজ বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঐক্যজোট সম্পর্কে ঘােষণা প্রকাশ করা হবে। জানা গেছে, রাষ্ট্রীয় ৪ নীতির ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে সমাজতন্ত্র কায়েমের পথে অন্তরায়গুলাে দূর করার অঙ্গীকার নিয়ে ঐক্যজোট কাজ করে যাবে। আশু পরিকল্পনা হিসাবে তারা খুন, ডাকাতি, রাহাজানি ও রাজনৈতিক সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিহত করা এবং মহল্লায় মহল্লায় প্রতিরােধ গড়ে তােলা, দ্রব্যমূল্য বৃদ্ধি রােধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে সরকারকে সহযােগিতা দান করবে। চোরাচালানী ও পাচারকারীদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করা প্রশাসনতন্ত্র থেকে আমলাতান্ত্রিকতা সাম্রাজ্যবাদী ও গণ-বিরােধী মনােভাবের অবশেষসমূহ নির্মূল করা ইত্যাদি কর্মসূচি নিয়ে ঐক্যজোট কাজ করে যাবে। আপাতত এই ৩টি রাজনৈতিক দল নিয়ে ঐক্যজোট গঠন করা হলেও অদূর ভবিষ্যতে অন্য কোনাে রাজনৈতিক দল ঐক্যজোটের আদর্শ ও কর্মসূচির প্রতি আনুগত্য প্রকাশ করে এতে যােগদান করতে চাইলে তাদেরকে জোটের মধ্যে নিয়ে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। খবরে প্রকাশ, আওয়ামী লীগের ১১ জন ও ন্যাপের ৫ জন ও কমিউনিস্ট পার্টির ৩ জন, সর্বমােট ১৯ জন সদস্য নিয়ে গণঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। আজ কমিটির পূর্ণ তালিকা পাওয়া যাবে। প্রথম পর্যায়ে জেলা পর্যায়ে জোটের কমিটি গঠন করা হয়েছে। পরে এইগুলাে থানা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে।৪০

রেফারেন্স: ১৩ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!