You dont have javascript enabled! Please enable it! 1973.10.12 | দুষ্কৃতিকারীদের খোঁজ দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান- বঙ্গবন্ধু | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

দুষ্কৃতিকারীদের খোঁজ দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের বিভিন্ন থানায় জাতীয় রক্ষীবাহিনী নিযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় রক্ষী বাহিনীর এক প্রেস রিলিজে এই কথা বলা হয়। চোর, ডাকাত, খুনী ও অন্যান্য সমাজ বিরােধীদের বিরুদ্ধে অভিযানকে সফল করার জন্য প্রেস রিলিজে জনগণের আন্তরিক সহযােগিতা কামনা করা হয় এবং রক্ষীবাহিনীর বিভিন্ন ক্যাম্প অথবা সদর দফতরে দুষ্কৃতিকারীদের নাম পাঠানাের অনুরােধ করা হয়। এ ছাড়া ৩১৩৫৯৬ নম্বর এই টেলিফোনেও সমাজ বিরােধীদের সম্পর্কে খবর দেয়া যাবে। তথ্য জ্ঞাপনকারীর নাম গােপন রাখা হবে বলে প্রেস রিলিজে আশ্বাস দেয়া হয়েছে।
সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করুন : সমাজবিরােধী ও দুষ্কৃতিকারীদের নির্মূল করে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রক্ষীবাহিনীর ডিরেক্টর কর্নেল নূরুজ্জামান রক্ষীবাহিনীর জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন। কর্নেল জামান বৃহস্পতিবার চট্টগ্রামে রক্ষীবাহিনীর আঞ্চলিক সদর দপ্তরে জোয়ানদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন।৩৯

রেফারেন্স: ১২ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ