বঙ্গবন্ধু মিসর ও সিরিয়ায় চিকিৎসক দল পাঠাবেন
আরব-ইসরাইল যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিসর ও সিরিয়ায় চিকিৎসক দল পাঠাতে চেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন এই প্রস্তাব ঢাকাস্থ মিসরীয় রাষ্ট্রদূত মাে. হুইগাদীর কাছে জানিয়েছেন এবং উপরােক্ত সিদ্ধান্তটি সিরিয়ার সরকারের কাছে যথাযথ বার্তা প্রেরণ করে ইতােমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মিসরীয় রাষ্ট্রদূতকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি আরব ভাইদের এই সংগ্রামে যেসব সাহায্য দিতে চেয়েছেন, তার উল্লেখ করেন এবং বলেন, দেশের মুক্তিযােদ্ধাদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ আরব ভাইদের পাশে থেকে ইসরাইলীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছেন। মিসরীয় রাষ্ট্রদূত তার সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের সপক্ষে গৃহীত ভূমিকার জন্য বাংলাদেশ সরকার, জনগণ ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেন।৩৫
রেফারেন্স: ১২ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ