You dont have javascript enabled! Please enable it! 1973.10.08 | বিদ্যুৎ ব্যবস্থা পুনর্গঠনের পদক্ষেপ নেয়া হয়েছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বিদ্যুৎ ব্যবস্থা পুনর্গঠনের পদক্ষেপ নেয়া হয়েছে

বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, পানি বিষয়ক মন্ত্রী খন্দকার মােশতাক আহমদ বলেছেন যে, যুদ্ধ বিধ্বস্ত বিদ্যুৎ ব্যবস্থাকে পুনর্গঠন ও উন্নত করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। খন্দকার মােশতাক তার মন্ত্রণালয় পানি- বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের কর্মকর্তাদের সাথে নব-নিযুক্ত বিদ্যুৎ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ওবায়দুর রহমানকে পরিচয় করে দেয়ার সময় একথা বলেন। তিনি বলেন, প্রতিমন্ত্রী নিয়ােগের মাধ্যমেই এই মন্ত্রণালয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলবে।
ওবায়দুর রহমান : প্রতিমন্ত্রী জনাব ওবায়দুর রহমান বলেন যে, এই মন্ত্রণালয়ে অভিজ্ঞ মন্ত্রীর নেতৃত্বে আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করে যেতে পারবাে। তিনি তার ভাষণে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযােগিতা কামনা করেন।
বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী : বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন তালুকদার তার মন্ত্রণালয়ে সাধারণ মানুষের স্বার্থে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মন্ত্রী সােমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন।
প্রতিমন্ত্রীদের সম্মানে সম্বর্ধনা : পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী বলেছেন যে, সরকার সমবায় সমিতির মাধ্যমে আমদানিকৃত বিড়ি পাতা বণ্টনের কথা বিবেচনা করছেন। তিনি বলেন, এর ফলে প্রকৃত বিড়ি শ্রমিকরা লাভবান হবে। বিকালে বিড়ি শ্রমিক পরিষদ কর্তৃক আয়ােজিত এক সংবর্ধনা সভায় ভাষণদানকালে একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে. এম. ওবায়দুর রহমানও উপস্থিত ছিলেন।২৫

রেফারেন্স: ৮ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ