You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ আরবদের পাশে আছে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শনিবার মধ্যপ্রাচ্যে ইসরাইলের সর্বশেষ হামলার তীব্র নিন্দা করেছেন। মিসরের প্রেসিডেন্ট আনােয়ার সাদাত, সিনিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ এবং লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির কাছে প্রেরিত পৃথক পৃথক বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্পষ্টভাবে তাদেরকে জানিয়েছেন যে, সমগ্র বাঙালি জাতি এই সময়ে আরব ভাইদের পশ্চাতে দৃঢ়ভাবে দণ্ডায়মান রয়েছে।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর বার্তার বিবরণ : বাংলাদেশ ইসরাইলী হামলার তীব্র নিন্দা করছে। বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আরবদের ন্যায্য সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা জ্ঞাপন করছেন এবং তাদের গৌরবদীপ্ত বিজয়ের জন্য প্রার্থনা করছেন।১৯

রেফারেন্স: ৬ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ