You dont have javascript enabled! Please enable it!

স্বাধীনতাবিরােধী শক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযােগ নেবে- মওলানা ভাসানী

ভাসানী ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী এক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। টাঙ্গাইল থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ভাঃ ন্যাপ প্রধান বলেন, স্বাধীনতার শত্রুরা আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতির সুযােগ নিয়ে জাতির অপূরণীয় ক্ষতি সাধনের চেষ্টা করবে। তিনি গ্রামাঞ্চলে যে হারে সমাজবিরােধী কার্যকলাপ বেড়ে যাচ্ছে তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের কাছে অবস্থা আরও খারাপ হয়ে পড়ার আগে বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। মওলানা ভাসানী জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সরকারি ব্যর্থতার তীব্র সমালােচনা করে বলেন, জনগণের দুঃখ দুর্দশার জন্য সরকার দায়ী। তিনি বলেন, গরিব কৃষক, শ্রমিক ও অন্যান্য দুঃস্থ জনগণ চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত কিন্তু সরকার এর জন্য কিছুই করছে না। তিনি প্রধানমন্ত্রীকে শান্তি, সমতা ও সৌভ্রাতৃত্বমূলক পরিস্থিতি সৃষ্টি করা এবং সবরকম বিভ্রান্তি থেকে জনগণকে রক্ষা করার পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রােধের দাবি জানিয়ে বলেন, দুর্নীতি ও অন্যান্য সমাজ বিরােধী কার্যকলাপের ফলে সুবিধাবাদী শ্রেণি দুঃস্থ জনগণের সম্পদের সবটুকু লুটে নিচ্ছে।

রেফারেন্স: ৫ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!