You dont have javascript enabled! Please enable it! 1973.10.04 | প্রত্যাগতদের পুনর্বাসনে জাতিসংঘের ব্যাপক সাহায্যের সম্ভাবনা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

প্রত্যাগতদের পুনর্বাসনে জাতিসংঘের ব্যাপক সাহায্যের সম্ভাবনা

পাকিস্তান থেকে বাঙালিদের প্রত্যাবর্তন এবং পরবর্তী পর্যায়ে স্বদেশে তাদের পুনর্বাসনের বিরাট কাজে আন্তর্জাতিক সাহায্যের জন্য বাংলাদেশ সরকারের আবেদনে জাতিসংঘ উদারভাবে সাড়া দান করবে বলে আশা করা হচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশের চাহিদা যাচাই করার উদ্দেশ্যে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জে. স্যার রবার্ট জ্যাকসন শীঘ্রই ঢাকা আসছেন। এদিকে আনরড প্রধান মি. ফ্রান্সিস লা কষ্টে বৃহস্পতিবার সকালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব সােহরাব হােসেনের সাথে সাক্ষাৎ করে পুনর্বাসন কর্মসূচির ব্যাপারে আলাপ আলােচনা করেন। জনাব সােহরাব হােসেন। ব্যাপক ভিত্তিতে আন্তর্জাতিক সাহায্যের প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি উল্লেখ করেন যে, প্রত্যাবর্তনকারী বাঙালিদের অনেকেই প্রকৃতপক্ষে নিঃস্ব অবস্থায় স্বদেশে ফিরে আসছেন। আনরড প্রধান ত্রাণমন্ত্রীকে সম্ভাব্য সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন।
লােক বিনিময়ে আরও একটি বিমান : পাকিস্তান থেকে বাঙালি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানিদের স্বদেশে পৌঁছিয়ে দেয়ার জন্য জাতিসংঘের উদ্বাস্তু হাই কমিশনার আরও একটি বােয়িং ৭০৭ বিমান ভাড়া করেছে। আগামী শনিবার থেকে এই বিমানযােগে লােক বিনিময় শুরু হবে। সােভিয়েত ইউনিয়ন থেকে বিমান পাওয়ার পর তােক বিনিময় কাজ আরও ত্বরান্বিত হবে।১৩

রেফারেন্স: ৪ অক্টোবর ১৯৭৩, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ