You dont have javascript enabled! Please enable it!

চৌদ্দজন নতুন প্রতিমন্ত্রী শপথ নিচ্ছেন

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভায় ১৪ জন নতুন প্রতিমন্ত্রী গ্রহণ করেছেন। একটি জাতীয় সরকার হিসাবে বর্তমান মন্ত্রিসভাকে দলের বিভিন্নমুখী কার্য পরিচালনার ক্ষেত্রে সাহায্য করার জন্য প্রতিমন্ত্রীরা কাজ করবেন। আজ তাদের শপথ গ্রহণ করার কথা। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়, প্রশাসন যন্ত্রের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ দৃঢ় করার যে অনিবার্য প্রয়ােজনীয়তা সম্পর্কে জনসাধারণ আশা প্রকাশ করছিলেন, নতুন মন্ত্রীরা কার্যভার গ্রহণ করলে সেই নিয়ন্ত্রণ মজবুত হবে। তাছাড়া বিভিন্নমুখী জাতীয় সমস্যাগুলাের মধ্যে গভীর অন্তর্দৃষ্টি সহকারে মনােনিবেশ করে সরকারি পরিকল্পনা ও নির্দেশগুলাে ত্বরান্বিত ও বাস্তবায়নের জন্য প্রতিমন্ত্রীরা যথেষ্ট সাহায্য গ্রহণ করতে পারবেন।
নতুন মন্ত্রীদের তালিকায় এই পর্যন্ত যাদের নাম শােনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের জনাব নুরুল ইসলাম চৌধুরী, সিলেটের জনাব দেওয়ান ফরিদ গাজী, কুমিল্লার জনাব তাহেরুদ্দিন ঠাকুর, ময়মনসিংহের জনাব আবদুল মােমিন, ফরিদপুরের জনাব ওবায়দুর রহমান, বরিশালের জনাব নুরুল ইসলাম মঞ্জু, পটুয়াখালীর জনাব শাহাজাদা আবদুল মালেক, রংপুরের জনাব রিয়াজউদ্দিন আহমদ (ভােলা মিয়া), ঢাকার জনাব খান (হাবু মিয়া), কুষ্টিয়ার জনাব আমিরুল ইসলাম, পাবনার জনাব আবদুল মােমিন তালুকদার, বরিশালের শ্রী ক্ষিতিশ চন্দ্র মন্ডল। মহিলাদের মধ্য থেকে মিসেস বদরুন্নেছা আহম্মদ ও বেগম নুরজাহান মাের্শেদ প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। খবরে প্রকাশ, উপরােক্ত তালিকা যদি শেষ মুহূর্তে পরিবর্তন করা না হয়, তাহলে এরা সকলে আজ সকাল ১০টায় বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করবেন। অবশ্য ইতােমধ্যে ঢাকার রাজনৈতিক মহলে নতুন মন্ত্রীদের তালিকায় আরও যাদের নাম শােনা যাচ্ছে, তার মধ্যে রয়েছে রংপুরের জনাব আবদুর রউফ, খুলনার জনাব আবদুল মােমিন, বগুড়ার। জনাব এ, কে, এম মুজিবুর রহমান, ময়মনসিংহের জনাব রফিক উদ্দিন ভূইয়া, কুমিল্লার জনাব খুরশীদ আলম, নােয়াখালীর জনাব নুরুল হক প্রমুখ।৫

রেফারেন্স: ২ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!