You dont have javascript enabled! Please enable it!

চীনের সেই পুরনাে গাে বাংলাদেশকে সদস্য করতে প্রাসঙ্গিক প্রস্তাবসমূহ কার্যকরি করা দরকার

জাতিসংঘ। শর্তহীনভাবে জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবসমূহ কার্যকরি হওয়া ছাড়া বাংলাদেশের জাতিসংঘে সদস্যভুক্তির প্রশ্ন বিবেচনা করা যায় না বলে চীনের সহকারী বিদেশ মন্ত্রী মি. চিয়াও কুয়ান হুয়া মন্তব্য করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতাকালে মি. চিয়াও কুয়ান হুয়া সাম্প্রতিক ভারত পাকিস্তান দিল্লি চুক্তিকে অভিনন্দন জানান। মি. চিয়াও কুয়ান হুয়া বলেন যে, রাশিয়া পুরনাে আবর্জনার স্তুপ থেকে এশীয়ার যৌথ নিরাপত্তা পদ্ধতি কুড়িয়ে এনেছে। তিনি বলেন, আমেরিকার জন ফাস্টার ডালেস ১৯৫৪ সালে ইন্দোচীনে যুদ্ধারম্ভ করে তাড়াতাড়ি চীন বিরােধী দক্ষিণ-পূর্ব এশীয়ার মৈত্রী সংগঠন সৃষ্টি করেছিল। তিনি বলেন, সােভিয়েত ইউনিয়ন ওয়ারশ শক্তি জোট তৈরির হােতা এবং এশীয়ার যৌথ নিরাপত্তা নিয়ে তার এত উৎসাহের কারণ বােঝা মুশকিল। মি. চিয়াও বলেন, রাশিয়া যদি সত্যি আন্তর্জাতিক সমঝােতা চায় তবে সেই চেকোস্লোভাকিয়া ও মঙ্গোলিয়া প্রজাতন্ত্র থেকে সৈন্য সরিয়ে নিক এবং দখলীকৃত উত্তর জাপানের দ্বীপগুলাে প্রত্যর্পণ করুক। মি. চিয়াও বলেন,কম্বােডিয়ার যুদ্ধ অব্যাহত রয়েছে এবং থামবার কোনাে লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, আফ্রিকা ও এশিয়ায় জনগণের উপর বর্ণবাদী ও উপনিবেশবাদী নির্যাতন এবং এইসব অঞ্চলের দেশগুলাের ব্যাপারে বৃহৎ শক্তির হস্তক্ষেপও চালু রয়েছে। তিনি নমপেন সরকারকে সমর্থনের জন্যে মার্কিন সরকারের সমালােচনা করেন। মি. চিয়াও কম্বােডিয়ার কুচক্রী ও তাবেদার লননল সরকারের প্রতিনিধিকে জাতিসংঘ থেকে বের করে দিয়ে নরােদম সিহানুককে কম্বােডিয়ার প্রকৃত প্রধান বলে স্বীকার করে নেয়ার দাবি করে। মি. চিয়াও দক্ষিণ কোরিয়া থেকে বিদেশি সৈন্যদের সরিয়ে নেয়ার দাবি করেন। তিনি বলেন, চীন প্যালেস্টাইনি ও আরবদের সংগ্রাম দৃঢ়ভাবে সমর্থন করে এবং বিশ্বাস করে যে আরবদের হারানাে অঞ্চল ফিরে পাবার সকল অসুবিধা দূরীকরণেও তাদের জাতীয় অধিকার পুনঃপ্রতিষ্ঠার সকল জাতির সক্রিয়ভাবে সহায়তা করা প্রয়ােজন।৯

রেফারেন্স: ৩ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!