চরমপন্থীদের নির্মূলের নির্দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল বলেছেন যে, রক্ষীবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলােকে রাজশাহী জেলার ৮ জন পুলিশ হত্যার জন্য দায়ী চরমপন্থীদের নির্মূল করার নির্দেশ দেয়া হয়েছে। গত শুক্রবার দামনাস পুলিশ ফাঁড়ির ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে শাস্তির স্বার্থে তাদের ধ্বংস করে ফেলা হবে। তিনি রাজশাহী জেলার বাগমারা থানাধীন দামনাস ফাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলােচনা করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রাজশাহী জেলার সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী জনাব এ, এইচ, এম কামারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে যান। জনাব আবদুল মালেক উকিল এক প্রশ্নের জবাবে বলেন, দামনাস থানার ঘটনাসহ দেশে এই পর্যন্ত ১৪টি পুলিশ ফাঁড়ি ও দুটো থানা সশস্ত্র দুষ্কৃতিকারীরা লুট করে নিয়েছে। দুষ্কৃতিকারীদের দ্বারা পুলিশ নিহত হওয়ার দামনাস ফড়ির ঘটনা এই নিয়ে দু’বার হলাে। এর আগে বরিশালে স্বরূপকাঠিতে পুলিশ কর্মী দুষ্কৃতিকারীদের দ্বারা নিহত হয়েছেন। মন্ত্রী বলেন, ওইসব সশস্ত্র দুষ্কৃতিকারীরা পেশাদার দুবৃত্ত ও ডাকাত। এরা দেশের যােগাযােগ ব্যবস্থার অসুবিধার সুযােগ নিচ্ছে। এর ফলেই চরমপন্থীদের সাথে পলাতক আল বদর, রাজাকার, ডাকাত, গুন্ডারা ত্রাসের রাজত্ব পুরােদমে চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হেলিকপ্টারযােগে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সাথেও ঘটনা সম্পর্কে আলােচনা করেছেন। তারা বলেন, জনগণের মনােবল অটুট রয়েছে। মন্ত্রী বীরত্বের সাথে ২ জন পুলিশ কর্মীর আত্মত্যাগের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করে বলেন, তারা বীরত্বের জন্য পুরস্কার পাবেন। মন্ত্রীদ্বয় জয়নুল নামে এক ছােট্ট ছেলে ও আইজান নামে একটি ছােট মেয়েকে দেখে আনন্দ প্রকাশ করেন। কারণ, ওরা ২ জন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশের প্রতিরােধে যথেষ্ট সাহায্য করেছে।
ফাতেহা পাঠ : ঘটনাস্থল পরিদর্শনান্তে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল ও বাণিজ্যমন্ত্রী জনাব এ, এইচ. এম কামারুজ্জামান রাজশাহীর কবরস্থানে দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত দামনাস থানার ৮ জন পুলিশ কর্মীর মাজারে ফাতেহা পাঠ করেন।৩
রেফারেন্স: ১ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ