You dont have javascript enabled! Please enable it! 1973.09.29 | খাদ্যে স্বয়ম্ভরতা অর্জনে সব বাধা দূর করা হবে- বঙ্গবন্ধু | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

খাদ্যে স্বয়ম্ভরতা অর্জনে সব বাধা দূর করা হবে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে সম্ভাব্য সকল প্রতিকূলতা দূর করার আশ্বাস দিয়েছেন। শুক্রবার জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল গণভবনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। ফেডারেশনের সভাপতি প্রাক্তন সমবায় মন্ত্রী জনাব শামসুল হক। প্রতিনিধি দল বঙ্গবন্ধুকে দেশের কৃষক সমাজের অভাব অভিযােগ সম্পর্কে একটি স্মারকলিপি পেশ করেন। প্রতিনিধি দল বঙ্গবন্ধুকে জানান, বাংলাদেশে কৃষক সমাজ দেশে সবুজ বিপ্লব ঘটাতে বদ্ধপরিকর। তারা অতি অল্পদিনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার ব্যাপারে সম্পূর্ণরূপে সক্ষম। এ ব্যাপারে সরকারের কাছে একটি শর্ত আরােপ করা হয়েছে। সেটি হচ্ছে যাবতীয় কৃষি সরঞ্জামাদি। বিশেষ করে পাওয়ার পাম্প, গভীর ও অগভীর নলকূপসহ ইঞ্জিন, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ ও অকেজো ইঞ্জিনগুলাের খুচরা যন্ত্রাংশ আমদানি করতে হবে এবং কৃষি কাজে সংশ্লিষ্ট বিভাগের মধ্যে দ্রুত একটি সমন্বয় বাের্ড গঠন করতে হবে। এর নেতৃত্বে স্বয়ং বঙ্গবন্ধুকে তাঁরা আহ্বান জানান। বঙ্গবন্ধু অত্যন্ত ধৈর্য সহকারে এসব বক্তব্য শ্রবণ করেন. ও সুস্পষ্ট প্রতিশ্রুতি দেন যে, খাদ্যে স্বয়সম্পূর্ণতা অর্জনের পথে সম্ভাব্য সব প্রতিকূলতা দূর করতে হবে। এ ব্যাপারে যাবতীয় কার্যাবলি সম্পাদনের জন্য অচিরেই একজন অভিজ্ঞ অফিসার নিয়ােগ করা হবে তিনি জানান।১০১

রেফারেন্স: ২৯ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ