You dont have javascript enabled! Please enable it! 1973.09.28 | স্বাধীনতা নস্যাতের ক্ষমতা কারাে নেই- বঙ্গবন্ধু | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

স্বাধীনতা নস্যাতের ক্ষমতা কারাে নেই- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা আনে তারা স্বাধীনতা রক্ষা করতে জানে। তিনি ঘােষণা করেন, বাংলার স্বাধীনতা নস্যাৎ করার ক্ষমতা ইনশাল্লাহ দুনিয়াতে কারাে নেই। বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে কুর্মিটোলা বিমানঘাঁটিতে দ্বিতীয় বিমান বাহিনী দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে বঙ্গবন্ধু বক্তৃতা করছিলেন। তিনি বিমান বাহিনীকে দেশপ্রেম, শৃঙ্খলার সাথে দেশের সেবার আহ্বান জানিয়ে উপরােক্ত ঘােষণা করেন। তিনি সামরিক বাহিনীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, বাংলাদেশের সামরিক বাহিনী আজ আর শােষকদের বাহিনী নয়। জনগণ আপনাদের, আপনারা জনগণের বাহিনী। তিনি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে কোনাে জাতি টিকতে পারবে না। প্রধানমন্ত্রী বিমান ঘাঁটিতে বিমান বাহিনী প্রদত্ত প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তৃতায় আরাে বলেছেন যে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী স্বাধীনতার অঙ্গ। তাই ধ্বংসপ্রাপ্ত দেশকে গড়ে তােলার সাথে সামরিক বাহিনী গড়ে তােলার জন্য প্রথমে নজর দিতে হয়েছে সরকারকে। তিনি আরাে বলেছেন, দুশমনরা তাদের কাজ থামায়নি। দালালদের দিয়ে চেষ্টা করছে বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্যে। তিনি ঘােষণা করেন, যত বড় ষড়যন্ত্রই হােক বাংলাদেশের সামরিক বাহিনী জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা রক্ষা করবে। তিনি পাকিস্তানে আটক বাঙালিদের ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বলেছেন, যারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল তাদের ছাড়া প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবেন। তবে যারা বেঈমানি করেছে তাদের গ্রহণ করতে পারি কিনা এখনাে জানি না। তিনি মাত্র বিশ মাসে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রগতির জন্য মােবারকবাদ জানান।৯৭

রেফারেন্স: ২৮ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ