প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হােক- বঙ্গবন্ধু
বাংলাদেশ বিমানবাহিনীর দ্বিতীয় বিমান বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল আটটায় ঢাকা বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর এক কুচকাওয়াজ ও মহড়া অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিমান বাহিনী দিবস উপলক্ষে প্রদত্ত বাণীতে এই মর্মে তার দৃঢ় আশা প্রকাশ করেন যে, বিমান, স্থল ও নৌবাহিনীর সমর্থিত প্রচেষ্টায় দেশের প্রতিরক্ষা দুর্ভেদ্য হয়ে উঠবে। বঙ্গবন্ধু তার বাণীতে আরাে বলেন, ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় বিমান বাহিনী দিবস। জাতি এই দিবসের জন্য গর্বিত এবং আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর দেশপ্রেম ও সাহসিকতার যে দৃষ্টান্ত দেখান তা ইতিহাসে চিরকাল প্রােজ্জ্বল হয়ে থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী দৃঢ় প্রত্যয়। ও সাহসিকতার সাথে অতি সাধারণ অবস্থা থেকে সক্রিয়ভাবে উৎকর্ষতার দিকে এগিয়ে যেতে পারে। এটা গােটা জাতীয় সমৃদ্ধ ভবিষ্যতের পরিচায়ক। বিমান, স্থল ও নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের প্রতিরক্ষা দুর্ভেদ্য হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বিমান বাহিনী দিবসের কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।৯৫
রেফারেন্স: ২৭ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ