বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর
জাতীয় সংসদ সদস্যরা বিদেশে দেশের সম্মান বৃদ্ধি করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। অটোয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলন ও আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যে সাফল্য অর্জন করেন তার জন্য আজ সংসদ সদস্যরা তাকে বিপুলভাবে অভিনন্দিত করেন। সদস্যরা অভিমত প্রকাশ করেন যে, বঙ্গবন্ধু শুধুমাত্র সাড়ে সাত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা রূপদানই করেননি তিনি বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের কথা তুলে ধরেছেন। যারা এই আলােচনায় অংশগ্রহণ করেন তারা হলেন ড. কামাল হােসেন, ড. এস এ মালেক, শ্রী সন্তোষ কুমার বিশ্বাস, খন্দকার আব্দুল হাফিজ, জনাব মহিউদ্দিন আহমদ, জনাব আমজাদ হােসেন ও জনাব আনিসুর রহমান। আলােচনায় অংশগ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন বলেন যে, আলজিয়ার্স ও অটোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের নিপীড়িত মানুষের স্বার্থকেই বড় করে তুলেছেন। তিনি এই বিবদমান বিশ্বে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য পথ নির্দেশ দেন। ড. কামাল হােসেন বলেন, আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে বাংলাদেশের যে ভাবমূর্তি ফুটে উঠেছে তা বঙ্গবন্ধুর অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার জন্য সম্ভব হয়েছে। তিনি জানান যে, বাংলাদেশ শুধু জোট নিরপেক্ষ জোটের সম্মানিত সদস্যই হয়নি, সম্মেলনে রাজনৈতিক কমিটির জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে আন্তরিক সমর্থন দান করেছেন। বাংলাদেশ সাম্রাজ্যবাদ, বর্ণবাদ ও সকল প্রকার উপনিবেশবাদ বিরােধী এবং বিশ্বের সকল মুক্তিকামী মানুষের পাশে এই নবীন রাষ্ট্র সর্বদা এসে দাড়াবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উদার ও স্পষ্ট ঘােষণা সাফল্যর মূল চাবিকাঠি।৮৬
রেফারেন্স: ২৫ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ