You dont have javascript enabled! Please enable it!

দুর্বৃত্ত খতম অভিযান শুরু হয়েছে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভৈরব বাজারে এক বিশাল জনসভায় ঘােষণা করেন যে, সারাদেশে দুবৃত্তদের খতম অভিযান শুরু হয়ে গেছে। তিনি বলেন যে, তিনি পুলিশ, রক্ষী বাহিনী, বিডিআর ও সেনাবাহিনীকে দেশের শত্রু এই দুবৃত্তদের খতম করার নির্দেশ দিয়েছেন এবং তারা সারাদেশে এর অভিযান শুরু করেছেন। বঙ্গবন্ধু জনতার কাছ থেকে এই অভিযানের সহায়তা কামনা করেন। লক্ষ লক্ষ শ্রোতা মুহুর্মুহু করতালির মাধ্যমে বঙ্গবন্ধুকে সমর্থন জানান। বঙ্গবন্ধু বৃহস্পতিবার বিকেলে নতুন করে মেরামতের পর ভৈরব রেল সেতু উদ্বোধন করেন। এই উপলক্ষে স্থানীয় রেলওয়ে ময়দানে এক জনসভায় ভাষণদানকালে বঙ্গবন্ধু উপরােক্ত ঘােষণা করেন। বঙ্গবন্ধু সকালে একটি বিশেষ ট্রেনে করে ভৈরবে যান। বিশেষ করে ট্রেনের অধিকাংশ সুদৃশ্য বগি রােমানিয়া থেকে আমদানি করা। ঢাকা থেকে আশুগঞ্জ পর্যন্ত রেলসড়কের পাশে হাজার হাজার জনতা দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুকে আন্তরিক সংবর্ধনা জানান। এদের মধ্যে শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত ছিলেন। বঙ্গবন্ধু পথে টঙ্গি, আড়িখােলা, ঘােড়াশাল, নরসিংদী, মেথিকান্দা ও আশুগঞ্জে বক্তৃতা করেন। এই সমস্ত সভায় দূর দূরান্ত থেকে আবাল বৃদ্ধ বনিতা বঙ্গবন্ধুকে দেখার জন্য ও তার বক্তৃতা শােনার জন্য আসেন। ভৈরবে জনসভায় বঙ্গবন্ধু বলেন, চোর ডাকাত হাইজ্যাকার দুবৃত্ত ও দুর্নীতিবাজ কালােবাজারীদের দৌরাত্মে আজ দেশের শান্তি নষ্ট হয়েছে। দেশের মানুষকে বাঁচাতে হলে এদেরকে ধ্বংস করতে হবে। তিনি বলেন যে, এদের বার বার সাবধান করা সত্ত্বেও এরা শােনেনি। তবে এদের খতম করার শক্তি সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আরাে বলেন, একদল টাউট জনগণের যে অর্থ লুটে খাচ্ছে তাদের এবার খতম করতে হবে।৯৬

রেফারেন্স: ২৭ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!