থানায় থানায় রক্ষী বাহিনী পাঠাবার নির্দেশ
ঢাকা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি থানায় রক্ষী বাহিনী নিয়ােগের নির্দেশ দিয়েছেন। দুবৃত্ত ও সমাজবিরােধী দমন তৎপরতা জোরদার এবং নিরীহ শান্তিপ্রিয় আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল জনগণে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেয়া হবে। গত শনিবার বঙ্গবন্ধুর সভাপতিত্বে আওয়ামী লীগ সংসদীয় দলের (আলীসদ) এ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে দুবৃত্ত দমনকল্পে কঠোরতম ব্যবস্থা নেয়ার বিষয়টি সকলের স্বতঃস্ফূর্ত অনুমােদন লাভ করে। প্রত্যেক থানায় রক্ষী বাহিনী নিয়ােগ ছাড়াও জেলায় এবং মহকুমা সদরগুলােতে বিপুল সংখ্যক রক্ষী বাহিনী এবং পুলিশ মােতায়েন করা হবে। দুবৃত্ত ও সমাজবিরােধী দমনে পুলিশ তৎপরতাকে জোরদার করার জন্য যখনই প্রয়ােজন হবে তখনই রক্ষী বাহিনীকে নিয়ােগ করার সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম, পটুয়াখালী, বরিশাল, মাদারীপুর, রাজশাহী, রংপুরে এবং অন্যান্য জেলা সদর থেকে প্রাপ্ত খবরে জানা গেছে সেনাবাহিনীর তদারকিতে আইন শৃঙ্খলা প্রয়ােগকারী সংস্থাগুলাে। সে সমস্ত এলাকায় দুবৃত্ত ও সমাজবিরােধী দমনে উল্লেখযােগ্য সাফল্য অর্জন করেছেন।৮২
রেফারেন্স: ২৪ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ