জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে শীঘ্রই কূটনৈতিক প্রতিনিধিদল ওয়াশিংটন যাচ্ছেন
ঢাকা। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে জনমত সৃষ্টির উদ্দেশ্যে কয়েকদিনের মধ্যেই দুই সদস্যের একটি কূটনৈতিক প্রতিনিধি দল ওয়াশিংটন যাত্রা করবেন। এই দলে থাকবেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম এবং বার্মায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কে এম কায়সার! এ ব্যাপারে এনার সাথে এক সাক্ষাৎকারে ব্যারিস্টার ইসলাম বলেন, প্রয়ােজন বিধায় আরেকটি বড় দল ওয়াশিংটন যেতে পারেন। বর্তমানে প্রাথমিক পর্যায়ে কাজ করার উদ্দেশ্যেই সেখানে যাচ্ছেন। কূটনৈতিক মহলের মতে ব্যক্তিগত পর্যায়ে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এর সাথে ঘনিষ্ঠ জনাব কে এম কায়সারকে ওয়াশিংটন পাঠানাের পেছনে বিরাট গুরুত্ব রয়েছে। বার্মার সাথে চীনের গভীর মৈত্রী সম্পর্ক রয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের সাম্প্রতিক হ্যানয় সফরকালে জনাব কায়সার তার সাথে ছিলেন। পিকিং নেতৃবৃন্দের মনােভাব তার ভালােই জানা আছে বলে কূটনৈতিক মহলের ধারণা। ব্যারিস্টার আমীর-উল ইসলাম আলজেরিয়া সম্মেলনে তার যােগ্যতা প্রমাণ করেছেন। মােদ্দা কথা জাতিসংঘে অন্তর্ভুক্তির প্রশ্নে বাংলাদেশের জন্য এরা আবার তাদের যথার্থ যােগ্যতা প্রমাণ করতে সক্ষম হবেন বলেই তাদের বিশ্বাস।৮০
রেফারেন্স: ২৩ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ