বঙ্গবন্ধুর কাছে মওলানা ভাসানীর তারবার্তা
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী শুক্রবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট একটি তারবার্তা প্রেরণ করেন। তারবার্তায় মওলানা ভাসানী জানান যে, সারা বাংলাদেশে চাল আটার মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়েছে। অসংখ্য লােক অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছেন। দিনমজুর কোনাে স্থানে মজুরি পাচ্ছে না। সত্বর টেস্ট রিলিফের ব্যবস্থা করা হােক। তারবার্তায় আরাে বলা হয় যে, পবিত্র রমজান মাস অতি নিকটবর্তী। শবে বরাতে গরিব মুসলমান এক ছটাক চিনি, ময়দা পায়নি। আগামী রমজান মাসে চাল, আটা ও চিনির ব্যবস্থা না হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। আশা করি গরিব রােজাদারের প্রতি অবশ্যই ন্যায় বিচার হবে। ন্যাপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তারবার্তার কথা জানানাে হয়েছে।৭৮
রেফারেন্স: ২২ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ