You dont have javascript enabled! Please enable it!

আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির বৈঠকে ঐক্যজোট অনুমােদিত

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি দেশে মুজিববাদ তথা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিদলীয় ঐক্য জোটের প্রতি অনুমােদন দান করেছেন। এই তিনটি দল হলাে- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। গণভবনে অনুষ্ঠিত এই সভায় দলীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালােচনা করা হয় এবং সভার এক প্রস্তাবে সমাজবিরােধী রাষ্ট্রবিরােধী, সাম্রাজ্যবাদের দালাল, মুনাফাখাের, মজুতদার এবং কালােবাজারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। সভায় গুপ্ত হত্যা ও দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির পক্ষে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়। এই সভা তিন ঘণ্টা ধরে চলে এবং সভায় ৪৪ জন সদস্য যােগদান করেন। এর মধ্যে ৭ জন ছিলেন বিশেষভাবে আমন্ত্রিত। সভায় দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আইন শৃঙ্খলা সম্পর্কে আলােচনা হয়। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল এক যৌথ সভায় মুজিববাদ তথা চারটি রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের জন্য ঐক্যমতে পৌঁছেন। তারা ইতােমধ্যে সারা দেশে একসাথে কাজ শুরু করেছেন। সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মৃত্যুতে শােক প্রকাশ করা হয়। কমিটি সম্প্রতি আলজিয়ার্সে জোট নিরপেক্ষ রাষ্ট্র সম্মেলনে বাংলাদেশকে গ্রহণ এবং জাতিসংঘের অন্তর্ভুক্তির প্রশ্নে প্রস্তাব গ্রহণের জন্য সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলােকে ধন্যবাদ জানানাে হয়। সভার এক প্রস্তাবে সম্মেলনে সাফল্যজনকভাবে অংশগ্রহণের জন্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রেরিত দেশের। প্রতিনিধিদলকে ধন্যবাদ জানানাে হয়। সাংগঠনিক কমিটির সভায় বিভিন্ন জেলা কমিটিগুলাের। মধ্যকার বিরােধ মীমাংসার জন্য এবং দলের গঠনতন্ত্র ও আদর্শে প্রয়ােজনীয় সংশােধনের জন্য যথাক্রমে নির্বাচনী ট্রাইব্যুনাল ও গঠনতন্ত্র উপপরিষদ গঠন করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনালের সদস্যরা হলেন দলের সহসভাপতি জনাব কোরবান আলী, সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, খন্দকার ওবায়দুর রহমান ও জনাব সালাউদ্দিন ইউসুফ। গঠনতন্ত্র উপপরিষদের সদস্যরা হলেন অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, জনাব আবদুল মােমেন, জনাব মােমিন তালুকদার, মিসেস সাজেদা চৌধুরী, জনাব মঈনউদ্দিন আহমেদ ও প্রচার সম্পাদক সরদার আমজাদ হােসেন। আজ শুক্রবার বিকেল পাঁচটায় গণভবনে আওয়ামী সংসদীয় দলের এক সভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয়। সংসদ অধিবেশনের কর্মসূচি নিয়ে আলােচনা করা হবে বলে জানা গেছে।৪৪

রেফারেন্স: ১৩ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!