You dont have javascript enabled! Please enable it! 1973.09.13 | মিসর শীঘ্রই বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

মিসর শীঘ্রই বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে

ঢাকা। মিসর আরব প্রজাতন্ত্র খুব শীঘ্রই বাংলাদেশকে স্বীকৃতি দেবে। মিসরের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাব আতিয়া করিম আতিয়া বুধবার এখানে এ কথা বলেন। কায়রাে থেকে মঙ্গলবার তিনি এখানে পৌছান। বুধবার অপরাহ্নে এনার সাথে এক সাক্ষাৎকারে জনাৰ আতিয়া বলেন, জনাব ওয়াদা হিগাজীকে বাংলাদেশে মিসরের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। তিনি ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পৌছাবেন আর জনাব হিগাজীই বাংলাদেশকে স্বীকৃতি দানের সঠিক তারিখ ঘােষণা করবেন। এক প্রশ্নের উত্তরে জনাব আতিয়া বলেন, ইতােমধ্যে দুই দেশ পারস্পরিক বাস্তব স্বীকৃতি দিয়েছে। এ প্রসঙ্গে তিনি মিশর ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি মিসর ও বাংলাদেশ ৯৪ লাখ স্টার্লিং পাউন্ডের একটি পণ্য বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেন। চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাব আতিয়া বলেন, বাংলাদেশের বীর জনগণের জন্যে মিসর আরব প্রজাতন্ত্রের জনগণের গভীর শ্রদ্ধাবােধ রয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণ যে বীর বিক্রমের পরিচয় দিয়েছে আমরা তার তারিফ করি। বাংলাদেশ তার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অতিশীঘ্রই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে বলে জনাব আতিয়া আশা প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে সাহায্য দান করে মিশরের জনগণ খুব খুশি হবেন। এক প্রশ্নের উত্তরে জনাব আতিয়া বলেন, মিশরের জনগণ বাংলাদেশের জনগণের বন্ধুত্বের খুবই মূল্য দেন। এই বন্ধুত্ব দিন দিন আরাে বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন। অপর দিকে এক প্রশ্নের উত্তরে চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাব আতিয়া বলেন, তার দেশ বাংলাদেশের সাথে আরাে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী।৪৫

রেফারেন্স: ১৩ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ