You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর ভাষণের অকুণ্ঠ প্রশংসা

আলজিয়ার্স। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ জোট নিরপেক্ষ সম্মেলনে যােগদানকারী প্রতিনিধিদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকাসহ পৃথিবীর যেকোনাে স্থানের শােষিত জনগণের মুক্তি আন্দোলনের প্রতি বাংলাদেশের জোর সমর্থনের কথা পূর্ণ উল্লেখ করে বিকেলে বঙ্গবন্ধু তার প্রাণস্পর্শী ভাষণ দেন। সম্মেলনের চেয়ারম্যান আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারী বুমেদীন ভাষণ দানের জন্য বঙ্গবন্ধুর নাম ঘােষণার সাথে সাথে সারা সম্মেলন কক্ষ করতালি এবং হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। ভাষণ শেষেও উৎসাহব্যঞ্জক ধ্বনি এবং বিপুল করতালির মাধ্যমে উপস্থিত সকলে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানান। কেউ কেউ ভাষণটিকে অত্যন্ত মর্মস্পর্শী আবার কেউ কেউ একে ‘বঙ্গবন্ধুর মতাে বিপ্লবী নেতার সংগ্রাম মুখর। কর্মজীবনের যথার্থ উপস্থাপনা বলে মন্তব্য করেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, কিউবার প্রধানমন্ত্রী ফ্রিডেল ক্যাস্ট্রো, মিশর প্রেসিডেন্ট আনােয়ার সাদাত, শ্রীলংকার প্রধানমন্ত্রী শ্রীমাভাে বন্দর নায়েক, তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বার ভুইয়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন আব্দুর রাজ্জাক, লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফী, সৌদি আরবের প্রেসিডেন্ট ফয়সল, সেনেগালের প্রেসিডেন্ট সেন্সর, কম্বােডিয়ার প্রবাসী সরকার প্রধান প্রিন্স নরদম সিহানােক, পালেস্টাইনি গেরিলা নেতা ইয়াসির আরাফাত এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. আদম মালিক সহ বহু গণ্যমান্য প্রতিনিধি বঙ্গবন্ধুর ভাষণ শােনার জন্য সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দল চেয়ারম্যানের ডান পাশে প্রথম সারিতে আসন গ্রহণ করেন।৩৩

রেফারেন্স: ৯ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!