আরবদের ন্যায়সংগত সংগ্রামে বাংলাদেশ পাশে থাকবে-বঙ্গবন্ধু
আলজিয়ার্স। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহরাইনে বলেন যে, ইসরাইলী হামলার বিরুদ্ধে ন্যায়সংগত সংগ্রামে বাংলাদেশ আরবদের পাশে থাকবে। আলজিয়ার্সের পথে বাহরাইনে ৭০ মিনিটব্যাপী যাত্রা বিরতির সময় সেদেশের দুই মন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন খালেদ আল খলিফা ও জাবেদ আর আবাউদের সাথে আলােচনাকালে তিনি এ আশ্বাস দেন। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ বিমানের জেট বিমানটি জ্বালানির জন্য বাহরাইন বিমান বন্দরে অবতরণ করলে তাকে প্রাণঢালা সংবর্ধনা জানান হয়। বাহরাইন সরকারের নেতৃদ্বয়ের সাথে আলােচনাকালে বঙ্গবন্ধু দ্ব্যর্থহীনভাবে আরব জনগণের সাথে তার দেশের একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন যে, আরব দেশগুলাে বাংলাদেশকে স্বীকৃতি দিক আর নাই দিক বাঙালি ও আরবরা পরস্পর ভাই ভাই। তিনি অবশ্য এর সাথে বলেন যে, বহু । আরব দেশ ইতােমধ্যে বাংলাদেশের বাস্তবতা স্বীকার করেছে। বঙ্গবন্ধু সম্প্রতি স্বাক্ষরিত দিল্লি চুক্তির প্রেক্ষিতে উপমহাদেশের সর্বশেষ ঘটনাপ্রবাহ সম্পর্কে তাদের অবহিত করেন। তিনি বাহরাইনী মন্ত্রীদ্বয়কে বলেন, বাংলাদেশ যে উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইচ্ছুক এই চুক্তিতে তা প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশ নিরবচ্ছিন্নভাবে বাস্তব নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে। তিনি প্রবাসী বাঙালিদের প্রতি নজর রাখার জন্য তাদের প্রতি অনুরােধ জানান।
রাশিয়ার সমর্থনে ফিডেল ক্যাস্ট্রো : জোট নিরপেক্ষ সম্মেলনে আজকের অধিবেশনে কিউবার। প্রধানমন্ত্রী ফিডেল ক্যাস্ট্রো প্রাণস্পর্শী আলােচনা করেন। তিনি সােভিয়েত ইউনিয়নের পক্ষে তার বক্তব্য রাখেন এবং জোট নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের পার্থক্যের বিরােধিতা করেন।২৪
রেফারেন্স: ৬ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ