You dont have javascript enabled! Please enable it!

নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হবে- রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও। নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত কোনাে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়। আজ শনিবার সকালে বাংলাদেশ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁয়ে আয়ােজিত এক সভায় রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী তার উদ্বোধনী ভাষণে এ কথা বলেন। স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে ভাষণ দেন শিক্ষামন্ত্রী জনাব ইউসুফ আলী, জনাব কবির চৌধুরী, আব্দুল কাশেম সন্দিপ প্রমুখ। ঠাকুরগাঁও মহকুমার কচুবাড়ি কুষ্টপুর গ্রামটি সম্প্রতি নিরক্ষরতা মুক্ত হওয়ায় এখানে এ অনুষ্ঠানের আয়ােজন করা হয়। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, বাংলাদেশের গ্রামগুলাে আজো মধ্যযুগীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এর পরিবর্তনের জন্য চাই সর্বাত্মক প্রচেষ্টা। এ ব্যাপারে সরকারি কল্যাণ প্রতিষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলাের পবিত্রতা রক্ষার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। চলতি বছরের বাজেটে ঠাকুরগাঁয়ে একটি কৃষি ফ্যাকালটি স্থাপনের জন্য টাকা ব্রাদ্দ করা হয়েছে বলে তিনি জানান। দুবৃত্তদের দমন করার জন্য তিনি দলমত নির্বিশেষে দেশের সবাইকে আহ্বান জানান। আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সরকারি দায়িত্বের ওপরও তিনি গুরুত্ব আরােপ করেন। শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেন, আগামী দশ বছরের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের ব্যাপারে সরকারের হাতে একটি পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমাদের দেশ থেকে নিরক্ষরতাকে অবশ্যই দূর করতে হবে। তবে এর মূল উদ্দেশ্য হবে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে শিক্ষাকে ব্যবহার করা সভায় গৃহীত প্রস্তাবে আইন প্রয়ােগের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণের আহ্বান জানান হয়। রাষ্ট্রপতি আজ ঢাকায় ফিরে এসেছেন। ঢাকায় ফিরে আসার আগে তিনি তেঁতুলিয়া পরিদর্শন করেন। রাষ্ট্রপতি আগামীকাল সকালে টাঙ্গাইলের পথে ঢাকা ত্যাগ করবেন। তিনি সেখানে বার সমিতির সদস্যদের সাথে মিলিত হবেন।৩০

রেফারেন্স: ৮ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!