You dont have javascript enabled! Please enable it!

আধুনিক কৃষি ব্যবস্থা গ্রামবাসীদের অবহিত করুন- সৈয়দ নজরুল ইসলাম

ময়মনসিংহ। কৃষিমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের শিক্ষা শেষে গ্রামে ফিরে গিয়ে কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থা সম্পর্কে অবহিত করার আহ্বান জানান। তিনি সন্ধ্যায় কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী ছাত্রদের উপদেশ দিয়ে বলেন যে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনেও তাদের গ্রামে যাওয়া উচিত এবং কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষেতে খামারে কাজ করা উচিত। এর ফলে তাদের মধ্যে অভূতপূর্ব নবজাগরণের জোয়ার আসবে। মন্ত্রী বলেন যে, কৃষিই জাতির মেরুদণ্ড। শতকরা ৮০ ভাগ লােক গ্রামে বাস করে এবং কৃষিকাজের উপর নির্ভর করে। তাদের কাছে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য এই প্রাচীন কৃষি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। কৃষিমন্ত্রী আরাে বলেন যে, খাদ্যে অবশ্যই স্বয়ংসম্পূর্ণতা আনতে হবে। অন্যথায় সব রকম উন্নয়ন কাজ অর্থহীন হয়ে পড়বে। তিনি বলেন যে, স্বাধীনতার পর কৃষিখাতে প্রায় ১০৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এবং চলতি অর্থবছরে এই খাতে ৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ কৃষি ব্যবস্থাকে আধুনিকীকরণ করার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ব্যয় করতে হবে।১৯

রেফারেন্স: ৫ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!