মানবিক সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সন্তোষ
ঢাকা। রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী আজ বলেন যে, বাংলাদেশের অবিচল নীতি হচ্ছে বাংলাদেশের সর্বত্র সবরকম সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রামকে সমর্থন জানানাে। তিনি এতদঞ্চলে স্থানীয় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে মানবিক সমস্যাবলি সমাধানের জন্য সম্প্রতি বাংলাদেশের প্রচেষ্টার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে হাঙ্গেরীয় নবনিযুক্ত রাষ্ট্রদূত মি. লাজোস রােজীর সাথে তিনি বঙ্গভবনে আলাপ করছিলেন। আজ সকালে হাঙ্গেরীয় রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি মুক্তি আন্দোলনের সময় বাংলাদেশের প্রতি হাঙ্গেরির অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেন।১
রেফারেন্স: ১ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ