বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞার প্রতি এডওয়ার্ড হীথের প্রশংসা
ঢাকা। বৃটিশ প্রধানমন্ত্রী মি. এডওয়ার্ড হীথ দিল্লি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও বাস্তব শুভেচ্ছার ভূয়সী প্রশংসা করেন। মি. হীথ বঙ্গবন্ধুর কাছে প্রেরিত এক বার্তায় পাকিস্তানে আটক বাঙালিদের ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়ােজনীয় সহযােগিতার আশ্বাস দিয়েছেন। দিল্লি চুক্তির উল্লেখ করে মি. হীথ বলেন যে, উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ ঐতিহাসিক পদক্ষেপ বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও শুভেচ্ছার জন্যই সম্ভব হয়েছে। নয়াদিল্লি থেকে ইউএনআই পরিবেশিত অপর এক খবরে জানা গেছে যে, ভারতে কমিউনিস্ট পার্টির জাতীয় কাউন্সিল ভারত-পাকিস্তান চুক্তির প্রতি অভিনন্দন জানিয়ে তার এক প্রস্তাবে এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভারত-পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেছেন।৫
রেফারেন্স: ২ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ