You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গড়ার সংগ্রাম পরিচালনায় তিনটি দলের নীতিগত ঐক্যমত

ঢাকা। চলতি মাসের মাঝামাঝি থেকে সমাজ ও রাষ্ট্রবিরােধী, মুনাফাখাের, মজুতদার এবং সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করা হবে। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের এক যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের পর পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক উন্নয়ন বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি বিধানের জন্যই তিন দলের নেতারা এ সিদ্ধান্ত নেন। তিনি বলেন, তিন দলের নেতৃবৃন্দ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের এ চার মূল নীতির ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে নীতিগতভাবে পুরােপুরি একমত হয়েছেন। জনাব রহমান বলেন, গত পহেলা সেপ্টেম্বর অনুষ্ঠিত ত্রিদলীয় বৈঠকের প্রস্তাব সম্পর্কে বৈঠকে তারা বঙ্গবন্ধুর কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন। ত্রিদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুমােদনের জন্য শিগগিরই সংশ্লিষ্ট দলের কার্যকরি কমিটিতে পেশ করা হবে বলে তিনি জানান। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব জিল্লুর রহমান, জনাব আব্দুর রাজ্জাক, গাজী গােলাম মােস্তফা, জনাব তােফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মণি, জনাব আনােয়ার চৌধুরী ও মােস্তফা সারওয়ার, ন্যাপ মােজাফফরের পক্ষ থেকে অধ্যাপক মােজাফফর আহমদ, চৌধুরী হারুনুর রশিদ, শী পঙ্কজ ভট্টাচার্য, মীর্জা আব্দুস সামাদ ও জনাব মাজহারুল ইসলাম, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কমরেড মণি সিং, কমরেড আব্দুস সালাম ও জনাব মােহাম্মদ ফরহাদ। জনাব জিল্লুর রহমান বলেন, যৌথ বৈঠকের সিদ্ধান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীর সন্তোষ প্রকাশ করেছেন। সবশেষে তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত শীঘ্রই তিন দলের সকল ইউনিটকে জানানাে হবে।
বঙ্গবন্ধুর আহ্বান : স্টাফ রিপাের্টার জানাচ্ছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের সহযােগিতায় অনতিবিলম্বে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলােকে দেশ গড়ার সর্বাত্মক কাজে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার ওপর সবিশেষ গুরুত্ব আরােপ করেছেন। প্রধানমন্ত্রী সােমবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক যুক্ত বৈঠকে সভাপতিত্ব এবং বিভিন্ন বিষয়ে আলােচনা করেন।৮

রেফারেন্স: ৩ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!