You dont have javascript enabled! Please enable it! 1973.08.30 | পাকিস্তান স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

পাকিস্তান স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে

নয়াদিল্লি। ওয়াশিংটনে প্রেসিডেন্ট নিক্সনের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী জেড এ ভুট্টোর সাক্ষাৎ এবং জনাব আজিজ আহমদ নয়াদিল্লিতে অনুষ্ঠিত পাকিস্তান-ভারত আলােচনার বিষয়বস্তু পিকিং ও তেহরানকে অবহিত করার পর পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী ভুট্টো প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে সাম্প্রতিক চুক্তির প্রেক্ষিতে উপমহাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ আলােচনা করার জন্য খুব শীঘ্রই ওয়াশিংটন যাচ্ছেন। একই সময়ে জনাব আজিজ আহমদও পিকিং এবং তেহরানের উদ্দেশ্যে যাত্রা করবেন। উল্লেখ্য যে, জনাব আহমদ ইতােমধ্যে পিকিং রওনা হয়ে গেছেন। ভারতের রাজধানীতে রাজনৈতিক মহলগুলাে মনে করছে যে, পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতিদান বা উপমহাদেশে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ভবিষ্যতে যে পদক্ষেপ নেবে তা ওয়াশিংটন এবং পিকিং থেকে পাওয়া উপমহাদেশের ওপরই অনেকখানি নির্ভর করবে। উক্ত মহল মনে করেন, যুদ্ধবন্দীদের ফেরত নেবার জন্য জনগণের কাছ থেকে যে চাপ আসছে তার সমাধানের জন্য পাকিস্তান চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া প্রধানমন্ত্রী ভুট্টোকে রাজনৈতিক ও অস্তিত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনীর ওপর নির্ভর করতে হয়। সেনাবাহিনীও তাদের সহকর্মীদের ফিরে পাবার জন্য অধীর হয়ে পড়েছে। তাছাড়া পাকিস্তানের জনগণও সংঘর্ষের প্রতি বিরক্ত হয়ে উঠেছে এবং শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য উদগ্রীব হয়ে আছে। উল্লেখিত কারণগুলােই পাকিস্তানকে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছে। কিন্তু এতসব সুবিধা ও সমঝােতা থাকা সত্ত্বেও এই গােলযােগপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা বৃহৎ শক্তিবর্গের ওপরই অনেকটা নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে জনাব ভুট্টো নৈতিক ও বৈষয়িক দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তাছাড়া পাঞ্জাব ও সিন্ধু সাম্প্রতিক বন্যায় অর্থনীতির ওপর যে চাপ পড়বে তা কাটিয়ে উঠার জন্য জনাব ভুট্টোকে মাস খানেকের মধ্যে ওয়াশিংটনে সাহায্য চেয়ে পাঠাতে হবে। কাজেই মার্কিন ও চীনাদের উপদেশ অগ্রাহ্য করা জনাব ভুট্টোর পক্ষে সম্ভব নয় বলেই বিশেষজ্ঞ মহলের বিশ্বাস। বিশেষজ্ঞ মহল আশা করেন যে পূর্বাভাস দেখা যাচ্ছে, তাতে বৃহৎ শক্তিবর্গ অন্তরায় সৃষ্টি করবেন না। পাকিস্তানকে সংঘর্ষের নীতি অবলম্বনের উপদেশ দেবেন না।৯০

রেফারেন্স: ৩০ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ