সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠাই পাট নীতির লক্ষ্য- তাজউদ্দীন আহমদ
নারায়ণগঞ্জ। অর্থ ও পাট দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ আজ এখানে বলেন যে, সরকারের বর্তমান পাট নীতির লক্ষ্য হচ্ছে দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি বাস্তবায়ন। তিনি আজ বিকালে ইস্পাহানী পাট ক্রয় কেন্দ্রে ইকরামপুর শাখায় অফিস প্রাঙ্গণে এক লাকী পার্চেজ অনুষ্ঠানে ভাষণদানকালে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ এ এম শামসুজ্জোহা এমপি। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন প্রসঙ্গত আরাে বলেন যে, দেশের অর্থনীতি শতকরা ৮৫ ভাগ পাটের ওপর নির্ভরশীল। সুতরাং সরকার যেকোনাে মূল্যে দেশের পাট শিল্প উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সরকারের পাট নীতি সমালােচকদের কথা উল্লেখ করে বলেন যে, তাদের সমালােচনা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত জুট ইন্টারন্যাশনাল সংক্রান্ত একটি নিবন্ধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে, কেবলমাত্র জুট ইন্টারন্যাশনালের সদর দফতর নয়াদিল্লিতে স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পক্ষান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র ঢাকায় স্থাপন করা হবে। এই গবেষণা কেন্দ্রের জন্য সমগ্র পরিকল্পনার জন্য বরাদ্দকৃত অর্থের অর্ধেক ব্যয় হবে।৮২
রেফারেন্স: ২৭ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ