You dont have javascript enabled! Please enable it!

ব্যাংকগুলাের নিরাপত্তা বিধানে জনগণের সহযােগিতা কামনা- তাজউদ্দীন আহমদ

মানিকগঞ্জ। অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বাংলাদেশের ব্যাংকসহ সকল প্রকার জাতীয়করণকৃত সম্পদের নিরাপত্তা বিধানে সরকারের সাথে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে এখানে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন কালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সকল প্রকার ব্যাংক বীমা ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। জনাব তাজউদ্দীন আহমদ বলেন, উল্লেখিত প্রতিষ্ঠানগুলাে কোনাে ব্যক্তি মালিকানায় থাকবে না। জনগণই জাতীয়করণকৃত সম্পদের মালিক হবে এবং এই আয়গুলাে জনগণের কল্যাণে ব্যয়িত হবে। মন্ত্রী বলেন, যারা দেশে ব্যাংক লুট করছে তারা প্রকৃত মুক্তিযােদ্ধা নয়। ব্যাংক লুট করা হচ্ছে সমাজের দুষ্কৃতিকারীদের দ্বারা। তিনি দৃঢ় বিশ্বাস পােষণ করে বলেন যে, সকল মুক্তিযােদ্ধা স্বাধীনতা সংগ্রামে ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছেন। তারা কোনােদিনই এরূপ সামাজিক অপকর্মে লিপ্ত হতে পারে না। জনাব তাজউদ্দীন বলেন, সামাজিক দুষ্কৃতিকারীদের দমন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং দুষ্কৃতি দমনে সরকারের সাথে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, সরকার কর্তৃক পাটের সর্বনিম্ন নির্ধারিত মূল্য জনগণ পর্যায়ে বাস্তবায়নের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিগত ২০ বছর যাবত পাট চাষীরা বঞ্চিত হয়ে আসছে। বর্তমান সরকার জনগণের সরকার, সেজন্য সাধারণ মানুষের শােষণের পথকে জিইয়ে রাখা যায় না।৭৬

রেফারেন্স: ২৫ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!