You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ সদস্যভুক্তির ঘােষণার পরই বঙ্গবন্ধু আলজিয়ার্সে যাচ্ছেন

আলজিয়ার্সে আয়ােজিত জোট নিরপেক্ষ দেশের শীর্ষ সম্মেলনে যােগদানের আগে বাংলাদেশকে উক্ত জোট সদস্য হতে হবে। বাংলাদেশ এখনাে এ জোটের সদস্য হয়নি। আগামী ২৯ আগস্ট আলজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলন প্রস্তুতি কমিটির সভা আরম্ভ হবে। প্রস্তুতি কমিটি বাংলাদেশকে জোটের সদস্য হওয়ার জন্য সুপারিশ করবেন বলে আশা করা যাচ্ছে। প্রস্তুতি কমিটির সভার পর দোসরা সেপ্টেম্বর জোট নিরপেক্ষ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় বাংলাদেশকে জোটের সদস্য হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলে বাংলাদেশকে জোট নিরপেক্ষ দেশসমূহের শীর্ষ সম্মেলনে যােগদানের জন্য আহ্বান জানাতে পারে। জোট নিরপেক্ষ দেশসমূহ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন যােগদান করবেন। বাংলাদেশকে জোটের সদস্য হিসেবে ঘােষণা করলে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ২৪ ঘণ্টা সময়ের মধ্যে আলজিয়ার্স অভিমুখে রওনা হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ৩ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনের শুরুতে বাংলাদেশকে সদস্য হিসেবে ঘােষণা করলে বঙ্গবন্ধু সে দিনই আলজিরিয়ায় রওনা হবেন বলে উক্ত সূত্রে প্রকাশ করেছেন। বৃহৎ শক্তি প্রস্তাবিত শীর্ষ সম্মেলনে জোট নিরপেক্ষ দেশসমূহের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানাের জন্য সম্মেলনে বাংলাদেশের নেতা প্রস্তাব উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জোট নিরপেক্ষ দেশসমূহের সম্মেলনে বিশ্বশান্তি ও অনুন্নত দেশের আর্থিক উন্নয়নের উপর গুরুত্ব আরােপ করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সাবেক মন্ত্রী জনাব শামসুল হকের নেতৃত্বে বাংলাদেশ অগ্রগামী প্রতিনিধি দলটি ইতােপূর্বে আলজিয়ার্স রওনা হয়ে গেছে। ৭৯

রেফারেন্স: ২৬ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!