You dont have javascript enabled! Please enable it! 1973.08.24 | তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমাবেশে বঙ্গবন্ধুর ঘােষণা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমাবেশে বঙ্গবন্ধুর ঘােষণা

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্পষ্ট ভাষায় ঘােষণা করেছেন যে, সরকার কমিশন রিপাের্ট কার্যকরি করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান গণভবনের সম্মুখে বিভিন্ন বিভাগের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, দেশের সম্পদ এবং সমাজতন্ত্রের আদর্শের সাথে সঙ্গতি রেখে যে স্কেলে বর্তমান ২২০৮টি গ্রেডে পরিবর্তে দশটি গ্রেড করা হয়েছে। বিভিন্ন বিভাগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা মিছিল করে গণভবনে যান। কর্মচারীদের প্রতিনিধিগণ প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন অভিযােগ ও সমস্যার কথা তাকে জানান। পরে বঙ্গবন্ধু মিছিলকারীদের সামনে আসলে বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে তার সম্মান প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধু পরে এক সংক্ষিপ্ত ভাষণ দেন।
আব্দুর রাজ্জাক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক বলেন, নতুন পে স্কেল অনুযায়ী সপ্তম হতে দশম গ্রেডের কর্মচারীদের বেতন সেপ্টেম্বর হতে কার্যকরি করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু যেকোনােভাবে পে কমিশন রিপাের্ট কার্যকরি করবেন আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে জনাব রাজ্জাক বলেন।৭২

রেফারেন্স: ২৪ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ