You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ-সোভিয়েত বিমান চুক্তি স্বাক্ষরিত

মস্কো ও তাসখন্দে বাংলাদেশ বিমানের বিমান ও ঢাকায় এরােফ্লোটের বিমান অবতরণ উড্ডয়নের সুবিধা প্রদান করে গত বৃহস্পতিবার এখানে বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই বিমান চুক্তি শীঘ্রই কার্যকরি হবে এবং তা অনির্দিষ্টকাল ধরে চলবে। মি. ইউরিজি পুলিকাভরের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট সােভিয়েত প্রতিনিধি দল বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এক সপ্তাহব্যাপী আলােচনার পর এই চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। বেসরকারি বিমান ও নৌ চলাচল মন্ত্রণালয় সচিব জনাব সুলতানুজ্জামান ও বাংলাদেশে সােভিয়েত দুতাবাসের রাষ্ট্রদূত আন্দ্রে ফোমিন স্ব স্ব দেশের পক্ষে এই বিমান চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বাংলাদেশ বিমানকে কারিগরি ও বাণিজ্যিক ক্ষেত্রে সাহায্যের কথা উল্লেখ করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা করতে যেয়ে সােভিয়েত রাষ্ট্রদূত মি. ফোমিন দুদেশের পরবর্তী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাহায্য সহযােগিতার ওপর আলােকপাত করেন। তিনি আরাে বলেন, এই বিমান চলাচল চুক্তি দুটি বন্ধু দেশের মধ্যে পারস্পরিক সমাঝােতা বন্ধুত্বের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে। বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব জনাব সুলতানুজ্জামান সাংবাদিকদের বলেন, এই চুক্তি হওয়া সত্ত্বেও সােভিয়েত ইউনিয়নে বাংলাদেশ বিমানের কোনাে নতুন রুট শীঘ্রই খােলার সম্ভাবনা নেই।৭৪

রেফারেন্স: ২৪ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ