সেপ্টেম্বরে মুজিব-ইন্দিরা শীর্ষ বৈঠক
নয়াদিল্লি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আলজিয়ার্সে শীর্ষ বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী জোট নিরপেক্ষ সম্মেলনে যােগদানের জন্যে আগামী ৩ সেপ্টেম্বর আলজিয়ার্স গমন করবেন। সেখানে তিনি ৭ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন বলে মনে করা হয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ দেশের অন্তর্ভুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ৩ অথবা ৪ সেপ্টেম্বর আলজিয়ার্স রওনা হবেন বলে আশা করা যাচ্ছে। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন ও শ্রী শরণ সিংও ১ সেপ্টেম্বর আলজিয়ার্স গমন করবেন। আলজিয়ার্সে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞ মহল তার প্রতি খুবই গুরুত্ব আরােপ করেছেন। রাওয়ালপিন্ডি ও নয়াদিল্লিতে ভারত পাকিস্তানের মধ্যে যে দুই দফা আলােচনা বৈঠক অনুষ্ঠিত হয় তার ফলাফলের আলােকে উপমহাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দুই নেতা পর্যালােচনা করবেন। নির্ভরযােগ্য সূত্র হতে এই মর্মে ইঙ্গিত পাওয়া গেছে যে, উপমহাদেশে স্থায়ী শান্তি পুনরুদ্ধার সম্পর্কে স্বাভাবিককরণের পথে যে সমস্ত মানবিক সমস্যা অন্তরায় হয়ে দেখা দিয়েছে তা নিরসনের ব্যাপারে পাকিস্তান যে কঠোর মনােভাব গ্রহণ করেছে সে সম্পর্কে দুই প্রধানমন্ত্রী আলােচনা করবেন। আরাে জানা গেছে যে, তারা এই শীর্ষ বৈঠকে মৌলিক সমস্যাগুলাে সমাধানকল্পে যৌথভাবে নতুন পথ সন্ধান করবেন।৬৯
রেফারেন্স: ২৩ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ