You dont have javascript enabled! Please enable it!

ছাত্রলীগের নবনির্বাচিত কর্মকর্তাদের প্রতি বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল প্রকার সমাজবিরােধী কার্যের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তােলার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত কর্মকর্তারা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের সঙ্গে আলােচনাকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বিদায়ী সভাপতি শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল গণভবনে যান। তিনি নবনির্বাচিত সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী, সাধারণ। সম্পাদক জনাব শফিউল আলম, বিভিন্ন বিভাগীয় সম্পাদক, জাতীয় কার্যকরি কমিটির অন্যান্য সদস্যদের সাথে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী পল্লী অঞ্চলে গণপ্রতিরােধ ব্যবস্থা সংগঠনের নেতৃত্বের দিকে নবনির্বাচিত ছাত্রলীগ নেতাদের উপদেশ দেন। তারাই দুষ্কৃতিকারীদের প্রতিরােধ করবে এবং জাতীয় জীবনে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তুলবে। বঙ্গবন্ধু ছাত্রদের আত্মশুদ্ধি, আত্মসমালােচনা এবং চরিত্র গঠনেরও উপদেশ দেন। জাতীয় চরিত্রের। প্রয়ােজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনে সুষ্ঠু নেতৃত্ব প্রদানের জন্য ছাত্রদের চরিত্র গঠনের উপদেশ দেন। বঙ্গবন্ধু ছাত্র সমাজকে পাঠে মনােনিবেশ করার আহ্বান জানান এবং জাতীয় জীবনে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের জন্য সুষ্ঠুভাবে নিজেদেরকে গড়ে তুলতে আহ্বান জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা বজায় রাখবার জন্য ছাত্রসমাজকে নকল প্রবণতা পরিহারের আহ্বান জানান। নবনির্বাচিত কর্মকর্তারা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাল্যভূষিত করেন।৭১

রেফারেন্স: ২৩ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!