You dont have javascript enabled! Please enable it! 1973.08.17 | বাংলাদেশের ভবিষ্যৎ উজ্বল- সিনেটর স্যাক্সবি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের ভবিষ্যৎ উজ্বল- সিনেটর স্যাক্সবি

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় সিনেটর মি. উইলিয়াম পার্ট স্যাক্সবি বিকেলে স্বদেশ যাত্রার প্রাক্কালে এক সাংবাদিক সম্মেলনে ভাষণদানকালে বলেন, নতুন রাষ্ট্র বাংলাদেশের শিল্প ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যত’ রয়েছে। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের শিল্প ক্ষেত্রে বিপুল ক্ষতি সাধনের পরও এত অল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরুদ্ধারে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমি কয়েকটি পাটকল পরিদর্শন করেছি। এসব পাটকলের উৎপাদনের পুনর্ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য পুরােদমে উৎপাদন চলছে। বাংলাদেশের শ্রমিকদের অসম্ভব কর্মদক্ষতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দেশের বিভিন্ন স্থানে সফর করে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির জন্যে জমি সর্বাধিক প্রত্যক্ষ করেছেন বলে জানান। এ প্রসঙ্গে মি. স্যাক্সবি এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বিলিয়ন টন খাদ্য শস্য উৎপাদিত হবে এবং এর মধ্যে পাঁচ হতে ছয় মিলিয়ন খাদ্য শস্য দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে প্রয়ােজন হবে। অতিরিক্ত খাদ্য শস্য বিশ্ব বাজারের জন্য ছাড়া হবে বলে তিনি জানান। তিনি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেন এবং এক প্রশ্নের উত্তরে মি. স্যাক্সবি ২০৩ জন বাঙালিকে বিচার করায় পাকিস্তানের হুমকিকে একটি পাল্টা হুমকি’ বলে মন্তব্য করেন।
তিনি অপর এক প্রশ্নের জবাবে উপমহাদেশের মানবিক সমস্যাসমূহের সমাধানের জন্য আন্তরিকতার মনােভাব প্রকাশ করার আহ্বান জানান। তিনি বলেন, ভারত পাকিস্তান দ্বিতীয় দফা বৈঠক সম্পর্কে আমরা আশাবাদী। উপমহাদেশের সমস্যাবলির সম্পূর্ণ সমাধানকে তিনি স্বাগত জানান। মি. স্যাক্সবি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যথেষ্ট সম্পর্ক হয়েছে বলে মন্তব্য করেন। অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে সাহায্য দান পূর্বের ন্যায় অব্যাহত রাখার জন্য তিনি সুপারিশ করেন। তিনদিনব্যাপী বাংলাদেশ সফর শেষে মি. স্যাক্সবি বিকালে ব্যাংকক এর পথে ঢাকা ত্যাগ করেন।৫৪

রেফারেন্স: ১৭ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ