You dont have javascript enabled! Please enable it!

আইন শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত সংস্থাগুলাের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুষ্কৃতিকারীদের কর্মতৎপরতা দমনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যে দেশের সকল আইন প্রয়ােগকারী সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ প্রদান করেন। উক্ত বৈঠকে সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আলােচনা করা হয়। বৈঠক প্রায় দুইঘণ্টাব্যাপী স্থায়ী ছিল। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার এম শফিউল্লাহ সেনাবাহিনীর ডেপুটি প্রধান ব্রিগেডিয়ার জিয়া, পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ রাইফেলস ও রক্ষীবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর প্রধান সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি উপস্থিত ছিলেন।৪৮

রেফারেন্স: ১৫ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!