You dont have javascript enabled! Please enable it!

আটক বাঙালিদের ছেড়ে দিতে পাকিস্তানকে বাধ্য করুন- বঙ্গবন্ধু

অটোয়া। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে আটক তিন লাখ নিরীহ নির্যাতিত বাঙালির মুক্তির জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির ব্যাপারে বিশ্ব জাতিসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। টরােন্ট স্টারের সাথে গতরাতে এক সাক্ষাতকারে বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশ সব দেশের সাথে মৈত্রী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী এবং তারই পরিপ্রেক্ষিতে উপমহাদেশের মানবিক সমস্যাগুলাে সমাধানের জন্যে বাংলাদেশ-ভারত যৌথ ঘােষণা রচিত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌথ ঘােষণার মধ্যে মানবিক সমস্যা সমাধানের উত্তম ব্যবস্থা সন্নিবেশিত হয়েছে। তিনি বলেন, আমরা মানবিক বিবেচনায় বিশ্বাসী। যৌথ ঘােষণার উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, এই ঘােষণায় পাকিস্তানে আটক বাঙালি এবং বাংলাদেশে বসবাসকারী পাকিস্তানিদের স্ব স্ব দেশে প্রত্যাবর্তন এবং গণহত্যার জন্য দায়ী ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দিদের বিচারের কথা বলা হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবে ন্যায়ের খাতিরে। অপরাধীদের আত্মপক্ষ সমর্থনের সুযােগ প্রদান করা হবে। তারা আন্তর্জাতিক আইন বিধানের সাহায্য নিতে পারবে। তবে পাকিস্তানের কোনাে আইনজীবী গ্রহণীয় হবে না।২৭

রেফারেন্স: ৯ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!