You dont have javascript enabled! Please enable it!

বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রচেষ্টা জোরদার করুন- বঙ্গবন্ধু

জেনেভা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ ইউরােপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিশেষত বিদেশে রপ্তানি বৃদ্ধির জন্য তাদের প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দেন। রাষ্ট্রদূতদের দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন যে, বিদেশে কার্যরত বাংলাদেশ মিশনসমূহ অর্থনৈতিক দিকের ওপর অধিক গুরুত্ব দেওয়া উচিত। এর। ফলে মিশন সমূহের কার্যকলাপ জাতীয় পুনর্গঠন প্রচেষ্টার পথে অধিকতর কার্যকরভাবে সমন্বিত হবে। বঙ্গবন্ধু রাষ্ট্রদূতদেরকে অধিকতর শক্তি সহকারে বিদেশে বাংলাদেশের মানুষের সমস্যা ও আশা আকাক্ষা তুলে ধরার নির্দেশ দেন এবং বলেন যে, তাদের দেশের মৌলিক সমস্যা ও তার সমাধান সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বঙ্গবন্ধু পুনরায় উল্লেখ করেন যে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হচ্ছে শান্তি। তিনি দেশের কতিপয় সমস্যা বিশেষত খাদ্য সমস্যারও উল্লেখ করেন এবং পরিবার পরিকল্পনার প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করেন। বঙ্গবন্ধু আজ রাষ্ট্রদূতের সাথে পৃথক বৈঠকে তাদেরকে বিদেশে অবস্থানরত বাঙালির নাগরিকদের সমস্যাবলির খোঁজ নিতে ও তাদের সাহায্য করতে নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন দুইদিনই রাষ্ট্রদূতে উদ্দেশ্যে বক্তৃতা করেন। শনিবার সম্মেলন উদ্বোধনকালে বঙ্গবন্ধু পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রদূতদেরকে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে উপদেশ দেন। তিনি পাকিস্তানের একগুয়েমি মনােভাবের জন্য দুঃখ প্রকাশ ও নিরীহ বাঙালিদের দুর্দশার উল্লেখ করেন।৩৬

রেফারেন্স: ১২ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!