আলবদর ও রাজাকাররা স্বাধীনতা নস্যাতে এখনাে তৎপর
লক্ষ্মীপুর, নােয়াখালী। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের প্রতি নির্দেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহকে সক্রিয়ভাবে সাহায্য করার জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানান। স্থানীয় স্কুল ময়দানে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ আয়ােজিত এক জনসভায় মন্ত্রী আজ ভাষণ দিচ্ছিলেন। আল বদর, আল শামস ও রাজাকারের সদস্যরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমনকি বহু কষ্টার্জিত স্বাধীনতাকেও নস্যাতে অত্যন্ত তৎপর রয়েছে বলে তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহকে সাহায্যের জন্য ২শ আনসারকে শীঘ্রই নিয়ােজিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। জনাব মালেক উকিল মজুতদার, মুনাফাখখার, চোরাকারবারী ও সমাজবিরােধীদের বিরুদ্ধে অভিযান চালানাের জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমান খাদ্যসহ নিত্যপ্রয়ােনীয় দ্রব্যের সমস্যা সমাধান সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী ক্ষেত-খামার ও কলকারখানায় অধিক হারে উৎপাদন বাড়ানাের জন্য কঠোর পরিশ্রম করতে কৃষক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তিনি ৫০ টাকার কম মূল্যে পাট না বিক্রি করার জন্যেও কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শিক্ষকদের অধিককাল ধরে ধর্মঘটের ফলে শিক্ষাক্ষেত্রে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সে সম্পর্কে জনাব উকিল বলেন যে, এরূপ সংগ্রামের মাধ্যমে কোনাে প্রকার দাবি আদায় করা যায় না। তিনি বলেন, শিক্ষকদের সমস্যা আলাপ আলােচনা ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সমাধান সম্ভব। তিনি শিক্ষকদের শীঘ্রই কাজে যােগদানের জন্য আহ্বান জানান এবং তাদের যােগদানের ফলে ছাত্রদের পরীক্ষা নির্দিষ্ট তারিখে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও তিনি মত প্রকাশ করেন। পরে জনাব উকিল চৌমুহনীর ডেলটা জুট মিলের লাকি জুট পাচেঁজের একটি শাখা উদ্বোধন করেন।২৫
রেফারেন্স: ৮ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ