বঙ্গবন্ধুর জরুরি নির্দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বিভিন্ন অংশে নদ-নদীর পানি বৃদ্ধি ও বন্যার আশংকায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ও ত্রাণমন্ত্রী জনাব সােহরাব হােসেনের নিকট এক জরুরি নির্দেশে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণসামগ্রী ও সাহায্যের জন্য সম্ভাব্য সব রকম ব্যবস্থার নিশ্চয়তা বিধানের নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু অস্থায়ী প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীকে রেডক্রসসহ বিভিন্ন সংস্থার মধ্যে ত্রাণ কার্যের সমন্বয় সাধনেরও নির্দেশ দিয়েছেন এবং বাংলাদেশ রেডক্রসের চেয়ারম্যানকে ত্রাণ কার্য জোরদার করার অনুরােধ করেছেন।১০
রেফারেন্স: ৩ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ