সরকার কঠোর হস্তে দুষ্কৃতিকারীদের দমন করতে বদ্ধপরিকর- সৈয়দ নজরুল ইসলাম
শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম সােমবার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাজবিরােধী ব্যক্তিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, সরকার কঠোর হস্তে এদের দমন করতে দৃঢ় প্রতিজ্ঞ। শিল্পমন্ত্রী সােমবার ঢাকা থেকে ১৫ মাইল দূরে সাভারে জাতীয় রক্ষী বাহিনীর তৃতীয় সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। শিল্পমন্ত্রী শিক্ষা সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বর্ধিত আকারে চুরি ডাকাতির ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিটি দেশপ্রেমিক নাগরিক সরকারের সাথে সহযােগিতা করবেন। মন্ত্রী মহােদয় সমাজবিরােধী, চোরাচালানী এবং দুর্নীতি দমনে রক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং রক্ষী বাহিনীর প্রতিটি সদস্যকে জনগণের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে তাদের সম্বন্ধে জনমনে আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনার আহ্বান জানান। জনাব নজরুল ইসলাম জনমনে রক্ষী বাহিনী সম্বন্ধে মিথ্যা সন্দেহ জাগানাের জন্য যারা বিদেশের টাকা খেয়ে তাদের বিরুদ্ধে জঘন্য অপপ্রবাদ চালাচ্ছে তাদের নিন্দা করেন। আগে রক্ষী বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত তৃতীয় ব্যাচটি তাদের সমাপনী কুচকাওয়াজে অংশ নেয়। উপস্থিত দর্শকের করতালির মধ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন লিডার লুৎফর রহমান। অন্যান্যদের মধ্যে যারা কুচকাওয়াজ অনুষ্ঠানটি প্রদক্ষিণ করেন তারা হচ্ছেন মন্ত্রিসভার সদস্য জনাব আবদুর রব সেরনিয়াবত, অধ্যাপক ইউসুফ আলী, শ্রী ফণী ভূষণ মজুমদার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার সফিউল্লাহ এবং কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ।৯০
রেফারেন্স: ২৩ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ