You dont have javascript enabled! Please enable it!

বৃহৎ শক্তিবর্গের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর আহ্বান

বেলগ্রড। যুগােশ্লাভিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে, বৃহৎ শক্তিবর্গ যদি অস্ত্র প্রতিযােগিতা বন্ধ করে তাদের সম্পদ উন্নয়নশীল দেশগুলাের জনগণের কল্যাণে ব্যবহার করেন তাহলে শুধু এশিয়ায় নয়, সমগ্র বিশ্বে উত্তেজনা হ্রাস পাবে। গত শুক্রবার বেলগ্রেডে এক টেলিভিশনে সাক্ষাঙ্কারে বাংলাদেশের প্রধানমন্ত্রী উক্ত মন্তব্য করেন। বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশ শান্তি ও সহ-অবস্থানে বিশ্বাসী। দৃষ্টিভঙ্গির মতৈক্য ও পূর্ণ সমঝােতা থাকায় যুগােশ্লাভিয়া ও বাংলাদেশ একযােগে বিশ্বশান্তির জন্য কাজ করে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেন, পাকিস্তান তার দৃষ্টিভঙ্গি বদলিয়ে যথাযথ আচরণ করলে উপমহাদেশে শান্তি স্থাপিত হবে বলে তিনি আশা করেন। অপর এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেন যে, বর্তমান বিশ্বে মাত্র দুটি শ্রেণি রয়েছে। একটি শােষক অপরটি শােষিত। যতদিন পর্যন্ত শােষিতের ওপর শােষণ বন্ধ না হয় ততদিন পর্যন্ত স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। বঙ্গবন্ধু বাংলাদেশের সাথে যুগােশ্লাভিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ও মুক্তিযুদ্ধের সময়কার সমর্থনের কথা উল্লেখ করেন। এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেন যে, জোটনিরপেক্ষ সম্মেলনের সাফল্য সম্পর্কে তিনি আশাবাদী। বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের জাতিসংঘ ভুক্তির ন্যায্য অধিকারকে কেহ অস্বীকার করতে পারে না। বিশ্ব সংস্থায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে নেয়া জাতিসংঘেরই দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।১০৯

রেফারেন্স: ২৮ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!