ভুট্টোর অগণতান্ত্রিক কার্যক্রমই বাংলাদেশ সৃষ্টির জন্য দায়ী
নয়াদিল্লি। করাচীর জাসারত পত্রিকার সম্পাদকীয়তে এই বলে অভিযােগ করা হয়েছে যে, প্রেসিডেন্ট ভুট্টো জনগণের রায়কে উপেক্ষা করে ক্ষমতা প্রাপ্তির জন্য অগণতান্ত্রিক পথে জোর জবরদস্তি করায় বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সম্পাদকীয়তে ভুট্টোকে তীব্র সমালােচনা করে বলা হয়েছে। যে, প্রেসিডেন্ট ভুট্টোকে এটাই আবার স্মরণ করে দিতে চাই যে, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার পর সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে যে সমস্যার সৃষ্টি হয় তার জন্য ভুট্টোই দায়ী এবং সেই সমস্যাই শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান সমস্যা হিসাবে পরিণত হয়। ১৯৭১ সালের ৩ মার্চ যদি জাতীয় পরিষদের অধিবেশন বসতে অনুমতি দেয়া হতাে, তাহলে ইতিহাস ঠিক এর বিপরীত হতাে। যদি পূর্ব পাকিস্তানের জন্য বেদনা অনুভব করা হতাে তবুও প্রাক্তন শাসকগণ কর্তৃক পূর্ব পাকিস্তানকে উপনিবেশ হিসাবে গণ্য করা হতাে। তারা ইচ্ছা করলে এই রাজনীতিকে পরিহার করে জাতীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণের সুযােগ দিতে পারত। শুধু তাই নয় জনগণের রায়কে স্বীকার করে সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারত কিন্তু তা তারা করে নাই। তারই অমােঘ পরিণতি হিসাবে আজ ইতিহাস অন্য খাতে প্রবাহিত হচ্ছে। কিন্তু যখন নিজেদের সংশােধনের সুযােগ দ্বারপ্রান্তে উপনীত হলাে ঠিক সেই সময়ই কে তাদের সশস্ত্র বিপ্লবীর দিকে ঠেলে দিল? সম্পাদকীয়তে আরও জিজ্ঞাসা করা হয়েছে যে, কে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের বাজার বলে অভিহিত করেছিল?১০৫
রেফারেন্স: ২৬ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ