রসায়ন সম্মেলনে বঙ্গবন্ধুর বাণী
বাংলাদেশ রসায়ন সমিতির দ্বিতীয় বার্ষিকী সম্মেলন উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বাণী প্রদান করেন। বঙ্গবন্ধু তার বাণীতে বিজ্ঞান বিশ্বশান্তি ও মানব কল্যাণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। বঙ্গবন্ধু বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ার কাজে বিজ্ঞান ও কারিগরি সর্বাত্মক প্রচেষ্টার প্রয়ােজন রয়েছে। এই জন্য আমাদের প্রাকৃতিক সম্পদের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। প্রাকৃতিক সম্পদসমূহের সদ্ব্যবহার এবং মানুষের মৌলিক সমস্যাগুলাের সমাধানের ক্ষেত্রে রসায়নবিদদের যে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা সর্বজনবিদিত। আমি আমাদের রসায়নবিদদের সম্পর্কে উচ্চাশা পােষণ করি। তাদের গবেষণালব্ধ সম্পদ সত্যিকার সােনার বাংলা গড়ার কাজে বিরাট অবদানই যােগাবে। বঙ্গবন্ধু বলেন, বিজ্ঞান মানুষের কল্যাণ ও বিশ্ব শান্তির কাজে ব্যবহৃত হােক আমি এই কামনা করি। আমাদের বিজ্ঞানীরা যেন এই মহৎ উদ্দেশ্যে প্রণােদিত হয়ে তাদের ভূমিকা পালন করেন।৮৫
রেফারেন্স: ২২ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ