সরকার অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে সম্পূর্ণ স্বনির্ভর করে তােলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ- তাজউদ্দীন
অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেছেন, সরকার বাংলাদেশকে অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভর করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ অত্যন্ত বন্ধুর। সমগ্র জাতিকে এ লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। অর্থমন্ত্রী রবিবার স্থানীয় ওয়াপদা মিলনায়তনে বাংলাদেশ মুজিব নগর কর্মচারী সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভাষণ দিচ্ছিলেন। সমিতির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে ভাষণ দান করেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, শ্রম ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী আলহাজ্ব জহুর আহমদ চৌধুরী, প্রাক্তন সমবায়মন্ত্রী জনাব সামসুল হক। প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন, আমরা আমাদের লক্ষ্যের প্রথম ধাপ অর্জন করেছি। এখন অর্থনৈতিক মুক্তি এনে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানােই আমাদের পরবর্তী লক্ষ্য। জনাব তাজউদ্দীন আহমদ ঘােষণা করেন যে, বাংলাদেশকে মুসলিম বাংলা অথবা আজাদ বাংলা নামকরণ করার কোনােই সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যারা মুসলিম বাংলার ধুয়া তুলছে তাদের সতর্ক করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, কেউ যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হন, তবে তাদের সহ্য করা হবে না। জনাব তাজউদ্দীন আহমদ পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর সম্প্রতিক মুসলিম বাংলা বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলার মাটিতে কেউ যদি এ জাতীয় স্বপ্ন দেখে, তবে তাদের সমূলে উচ্ছেদ করা হবে। অর্থমন্ত্রী পুনরায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘােষণা করেন, বাংলার মাটিতে এ জাতীয় কোন সংগঠন নেই। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা । হানাদার আমলে পাকিস্তান বাহিনীর সাথে সহযােগিতা করেছিল এবং বাংলার স্বাধীনতার বিরােধিতা করেছিল তারাই আজ মুসলিম বাংলার স্লোগান তুলেছে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, তাদের স্বপ্নকে ধুলিসাৎ করা হবে। জনাব তাজউদ্দীন আহমদ আরও বলেন, কিছু লােক সাম্প্রদায়িকতার বীজ বপণ করে দেশের শান্তি বিনষ্ট করতে চাচ্ছে। তিনি প্রসঙ্গত বলেন, পাকিস্তানের সাথে সশস্ত্র সংঘর্ষের মাধ্যমে এদেশের বুক থেকে সাম্প্রদায়িকতার বীজ সমূলে উৎখাত করা হয়েছে। তাই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনাে অবকাশ নেই বলে তিনি মত প্রকাশ করেন। মন্ত্রী প্রসঙ্গত, যারা ভারত বিদ্বেষ প্রচার করছে তাদের সমালােচনা করেন। তিনি বলেন, ভারত আমাদের বিপদের দিনের বন্ধু এবং স্বাধীনতা যুদ্ধকালে ভারত আমাদের সর্বাত্মক সাহায্য করেছিল। তিনি জোর দিয়ে বলেন, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সমতার ভিত্তিতে, ঘনিষ্ঠ প্রতিবেশিসুলভ। অর্থমন্ত্রী সকল প্রকার সংকীর্ণ মানসিকতা পরিহার করে সমাজতন্ত্রের ভিত্তিতে দেশ গঠনের কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।৫৮
রেফারেন্স: ১৫ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ