জাতি গঠনের স্বার্থে সরকারের গঠনমূলক সমালােচনা করুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী জাতি গঠনের স্বার্থে সরকারের গঠনমূলক সমালােচনার জন্য বিরােধী রাজনৈতিক দলগুলাের প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব তােফায়েল আহমেদ বৃহস্পতিবার ঢাকার পলিটেকনিক ইন্সটিটিউটে বাংলাদেশ ছাত্রলীগের আঞ্চলিক শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করছিলেন। পলিটেকনিক ইন্সটিটিউট আঞ্চলিক শাখার সহ-সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বলেন যে, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিরােধী দলগুলাের উচিত কেবল সরকারের সমালােচনা করে জাতিকে গঠন মূলক কর্মসূচি প্রদান করা। জনাব তােফায়েল আহমেদ বলেন, বাজারে বর্তমান দুর্মূল্যের ফলে নিম্ন বেতন ভােগী কর্মচারীরা সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতির জন্য অসৎ ব্যবসায়ীদের দায়ী করে বলেন, সরকার জনগণের সহায়তায় এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসঙ্গত জনাব তােফায়েল আহমেদ বলেন যে, সরকার বাংলাদেশে নতুন করে ২২ পরিবার সৃষ্টি হতে দিবে না। তিনি বঙ্গবন্ধুর আহ্বানে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগের জন্য সকল দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।৭৪
রেফারেন্স: ১৯ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ