You dont have javascript enabled! Please enable it! 1973.07.18 | দিল্লিতে বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের আলােচনা সমাপ্ত | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দিল্লিতে বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের আলােচনা সমাপ্ত

নয়াদিল্লি। গঙ্গার পানি বণ্টনের বিষয় নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের আলােচনা আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আজ রাতে অথবা কাল সকালে অনুষ্ঠিত আলােচনার ওপর একটি মুক্ত ঘােষণা প্রকাশ করা হবে বলে সরকারি সূত্রে বলা হয়েছে। আজ রাতে অথবা কাল সকালে অনুষ্ঠিত আলােচনার ওপর একটি মুক্ত ঘােষণার জন্য অপেক্ষা করতে হয়, তবু ধারণা করতে হচ্ছে যে, সমস্যা সমাধানের একটা সঠিক পথ বের করা হয়েছে এবং কবে নাগাদ সমস্যার চূড়ান্ত সমাধান হওয়া উচিত সেই সম্পর্কে সময়সীমাও নির্ধারণ করা হবে। দুদিন ব্যাপী আলােচনায় ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে উভয় পক্ষই খােলাখুলিভাবে মত বিনিময় করেন। আলােচনায় সমস্যার প্রতিটি দিকই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়। বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী খন্দকার মােশতাক আহমদ আলােচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। ভারতীয় দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং। ভারতীয় সেচ মন্ত্রী ড. কে, এল, রাও-ও আলােচনায় উপস্থিত ছিলেন। আলােচনায় বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী খন্দকার মােশতাক আহমদকে প্রধানত সাহায্য করেন ভারতে নিযুক্ত হাই কমিশনার ড. এ, আর, মল্লিক। কারিগরি দিক থেকে সাহায্য করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্যা নিয়ন্ত্রণ বিষয়ক উপদেষ্টা জনাব বি, এম, আব্বাস এবং পানি সম্পদ বিভাগের সচিব জনাব শফিকুল হক।৭০

রেফারেন্স: ১৮ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ